শাখা সমূহ

মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, বিদায় হোন: এবি পার্টি

দলের লোকদের বিদেশে টাকা পাচারে প্রধানমন্ত্রী সহায়তা করেছেন বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী। একই সঙ্গে দেশের মানুষকে বোকা ভাবার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। মানুষ এখন এগিয়ে এসেছে। দয়া করে তাড়াতাড়ি, এখনই, এই মুহূর্তে পদত্যাগ করে বিদায় হোন।’

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে সোলায়মান চৌধুরী এসব কথা বলেন। কর্মসূচি আয়োজন করে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখা। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যসংকট মোকাবিলায় ব্যর্থতা এবং লুটপাটের অভিযোগে সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এবি পার্টির আহ্বায়ক বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) দেশকে ভিক্ষার ঝুলি বানিয়েছেন। আপনি আমাদের দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন। ভবিষ্যতে আপনি জ্বালানি তেল আমদানি করতে পারবেন না। আপনার রিজার্ভ নেই।’

সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশে সোলায়মান চৌধুরী বলেন, ‘আপনি রিজার্ভ চিবিয়ে খাননি। চুরি যাওয়া রিজার্ভ আপনি ফেরত আনতে পারেননি। রিজার্ভ যারা চুরি করেছে, তাদের কিছু করতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘আপনার লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের আপনি সহায়তা করেছেন। কিন্তু আপনি রিজার্ভ চুরি করেননি। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল আমদানি করার জন্য আপনার রিজার্ভ নেই। আর কত মিথ্যাচার করবেন?’

এবি পার্টির এই নেতা বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) দেশকে ভিক্ষার ঝুলি বানিয়েছেন। আপনি আমাদের দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছেন। ভবিষ্যতে আপনি জ্বালানি তেল আমদানি করতে পারবেন না। আপনার রিজার্ভ নেই।’

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Comments

    Report

    Please Select a problem
    If someone is in immediate danger, get help before reporting to us. Don't wait.