শাখা সমূহ

যে কারণে আলোচিত দুই ছবি করতে পারছেন না এই দুই নায়িকা

আদিত্য ধরের বড় বাজেটের ছবি ‘দ্য ইমমরটাল অশ্বত্থামা’। অনেক আগেই ভিকি কৌশলের বিপরীতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সারা আলী খান। অন্যদিকে আশুতোষ গোয়াড়িকরের আরেকটি আলোচিত সিনেমা ‘কারাম কুরাম’। ছবিটি করার কথা ছিল কিয়ারা আদভানির। কিন্তু সারা ও কিয়ারা কেউই ছবি দুটি করছেন না। কিন্তু কেন?

২০২০ সালেই ‘দ্য ইমমরটাল অশ্বত্থামা’র শুটিং শুরুর কথা ছিল আদিত্য ধরের। কিন্তু কোভিড পরিস্থিতিতে বড় বাজেটের ছবি করতে চাইছিলেন না প্রযোজক। ফলে ছবিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। পরে চলতি বছর আবারও যখন ছবিটির কাজ শুরু করতে চান প্রযোজক, তত দিনে ছবির চিত্রনাট্যে বেশ কিছু বদল আনার কথা ভাবেন তাঁরা। সে অনুযায়ী চিত্রনাট্য বদলে যায়। এখানেই হয়েছে ঝামেলা। পরিবর্তিত চিত্রনাট্যে ছবির নারী চরিত্রকে একটু বেশি বয়সী দেখানো হয়েছে। পরিচালক মনে করছেন, চরিত্রটির জন্য সারা এখন আর উপযুক্ত নন। সে জন্যই তাঁকে ‘দ্য ইমমরটাল অশ্বত্থামা’ থেকে বাদ দেওয়া হয়েছে।

যদিও ছবির প্রযোজনা সংস্থা বা সারা কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। খবর অনুযায়ী, ‘দ্য ইমমরটাল অশ্বত্থামা’র শুটিং শুরু হবে আগামী বছর। তবে এ ছবিতে না হলেও সামনেই ভিকি-সারা জুটিকে পর্দায় দেখতে পারবেন দর্শক। লক্ষণ উতেকরের নাম ঠিক না হওয়া ছবিতে।

অন্যদিকে কিয়ারার ঘটনা আলাদা, প্রযোজক বা পরিচালক নন, তিনি নিজেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, কিয়ারার মনে হচ্ছে, ছবিটি তাঁর জন্য উপযুক্ত নয়। ছবিতে যথেষ্ট বাণিজ্যিক মসলা নেই। পরপর হিট উপহার দিয়ে দারুণ ছন্দে আছেন কিয়ারা। সে জন্যই পরের ছবিগুলো নিয়ে বেশি সতর্ক তিনি।

জানা গেছে, এর মধ্যেই প্রযোজক কিয়ারার বদলি খুঁজতে শুরু করেছেন। চূড়ান্ত হলে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Comments

    Report

    Please Select a problem
    If someone is in immediate danger, get help before reporting to us. Don't wait.